ন্যাভিগেশন মেনু

করোনার চিকিৎসায় প্লাজমা দেবেন বগুড়ার ৫৯ পুলিশ সদস্য


করোনাভাইরাসের চিকিৎসায় প্লাজমা দিতে ঢাকায় আসছেন বগুড়ার করোনাজয়ী ৫৯ পুলিশ সদস্য। 

ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে তারা প্লাজমা (রক্তের বিশেষ উপাদান) দান করবেন।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা পুলিশের বাসযোগে প্রথম ধাপে ৪০ জন হাসপাতালের উদ্দেশে যাত্রা করেন এবং বাকি ১৯ জন সোমবার (১৬ আগস্ট) রওনা হবেন।

ওই ৪০ জনের মধ্যে পরিদর্শক একজন, ১২ জন উপ-পরিদর্শক, ৮ জন সহকারী উপপরিদর্শক এবং ১৯ জন কনস্টেবল রয়েছেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল থেকে একটি মেডিকেল টিম বগুড়ায় এসেছিল। তারা জেলার করোনা আক্রান্ত ১১৭ জন পুলিশ সদস্যদের শরীরে অ্যান্টিবডি পরীক্ষা করেন। এর মধ্যে ৫৯ জন পুলিশ সদস্যের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে তারা জানায়। পরে তাদের প্লাজমা দেওয়ার জন্য নির্বাচিত করা হয়। 

বগুড়া পুলিশ লাইন্স থেকে যাত্রাকালে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা সবাইকে শুভেচ্ছা জানান।

বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ১৪৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন এ পর্যন্ত ১৪২ জন। এই ১৪২ জনের মধ্যে প্লাজমা দেওয়ার জন্য মনোনীত হয়েছেন ওই ৫৯ জন।

সিবি/এডিবি