ন্যাভিগেশন মেনু

করোনার প্রভাবে পিছিয়ে গেলো আইপিএল


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর শুরু হওয়ার কথা ছিল আগামী ২৯ মার্চ। তবে করোনার (কভিড-১৯) প্রভাবে আসরটি পিছিয়ে দেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল থেকে এবারের আইপিএল মাঠে গড়াবে।

১৫ এপ্রিলের আগপর্যন্ত আসর স্থগিত করে রাখার ঘোষণা দিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিসিআই। খবর এনডিটিভি।

বোর্ডের তরফে এক বার্তায় বলা হয়েছে, ‘বিসিসিআই তাদের সঙ্গে জড়িত সকলের স্বাস্থ্য সম্পর্কে চিন্তিত, সঙ্গে সাধারণ মানুষেরও। তা নিশ্চিত করার জন্য যা যা ব্যবস্থা নিতে হবে তা নেওয়া হবে, যাতে আইপিএলের সঙ্গে থাকা প্রত্যেকটি মানুষ সুস্থ এবং নিরাপদ থাকেন।’

শুক্রবার (১৩ মার্চ)  দিল্লিতে সব রকমের স্পোটিং ইভেন্ট বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে রয়েছে আইপিএল-ও। তার পরই আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতের কেন্দ্রিয় সরকার ১৫ এপ্রিল পর্যন্ত সব রকমের ভিসা বাতিল করার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিল। যার ফলে নির্ধারিত সময়ে আইপিএল শুরু হলেও বিদেশিরা দলের সঙ্গে যোগ দিতে পারতেন না। সঙ্গে খেলা করতে হতো খালি মাঠে। সব কিছু মিলিয়েই টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বিসিসিআই।

ওআ /এডিবি