NAVIGATION MENU

করোনার প্রাদুর্ভাবের মধ্যে বেড়েছে পাখিদের বিচরণ


করোনাভাইরাসের কারণে বনাঞ্চলে বা লোকালয়ে মানুষের জনসমাগম কমে যাওয়ায় পাখিরাও যেন প্রতিকূলতা ছাড়াই গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। এমন চিত্র মুগ্ধ করছে পাখিপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে।

এই মৌসুমে বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা গেছে জাতীয় পাখি দোয়েলসহ নানা ধরনের পাখির সমাগম। পাখিদের কলরবে মুখর থাকে গ্রামের মেঠো পথগুলো।

যশোরের ঝিকরগাছার বেসরকারি চাকরীজীবী মিনু বিশ্বাস বলেন, প্রকৃতি যেন নিজের প্রাণ ফিরে পেয়েছে। কিছুদিন আগেও আমরা পাখিদের দেখা পেতাম না, এখন গাছে গাছে পাখিদের দেখি, দলবেঁধে ছুটে চলা দেখি। এসব দেখে আমাদের সবার ভালো লাগছে।

দীর্ঘসময় যানবাহন বন্ধ থাকা ও লকডাউনের ফলে পরিবেশ অনেকটাই শান্ত ছিল, তাই পাখিদের ডাকে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। বিশেষ করে দেশীয় প্রজাতির বিভিন্ন পাখি এখন সর্বত্রই দেখা মেলে। গাছে গাছে পাখির কলকাকলি শোনা যায়।

দেশের ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতির সঙ্গে জড়িত সেসব পাখিগুলোর ডাক ও সুর মানুষকে মুগ্ধ করতো সেই পাখিগুলো মানুষের দৃষ্টির বাইরে চলে গিয়েছিল। বলতে গেলে ক্রমান্বই হারিয়ে যেতে বসলেও তা যেন আবার সরব হয়ে উঠছে। বিশেষ করে দোয়েল পাখিরও এখন দেখা মিলছে।

সিবি/এডিবি