ন্যাভিগেশন মেনু

করোনার বাড়বাড়ন্ত রুখতে পশ্চিমবঙ্গে লকডাউন


করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য রেখে ও সংক্রমণের শৃঙ্খল ভাঙতে পশ্চিমবঙ্গ রাজ্যে ‘প্রায় লকডাউন’ ঘোষণা হয়েছে। সেই ঘোষণার দিনই রাজ্যবাসীকে সামান্য স্বস্তি দিয়ে নিম্নমুখী হল করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ। 

তবে উদ্বেগ বাড়িয়ে বাড়ল মৃত্যু। বেড়েছে সুস্থতার হারও। সেটাই এই মুহূর্তে একমাত্র আশার আলো। শনিবার সন্ধেয় স্বাস্থ্যদপ্তরের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫১১ জন। 

যা গতকালের তুলনায় সামান্য কম। উল্লেখ্য, শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২০,৮৪৬ জন। তবে এদিনও চিন্তা বাড়িয়ে রেকর্ড সংক্রমণ হয়েছে উত্তর ২৪ পরগনায়। একদিনে সেই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৭৯ জন। 

এর ঠিক পরেই রয়েছে কলকাতা। মাত্র ২৪ ঘণ্টায় মহানগরের ৩ হাজার ৯৫১ জনের শরীরে সংক্রমণ ছড়িয়েছে। চিন্তা বাড়াচ্ছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া। এই চার জেলাতেই একদিনে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজারের বেশি। 

এই ছয় জেলার জনঘনত্ব অত্যধিক। স্বাভাবিকভাবেই এই জেলাগুলির বেলাগাম সংক্রমণ মানুষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লক্ষ ১৪ হাজার ৩১৩ জন।

তবে আগের দিনের চেয়ে এদিন রাজ্যে মৃত্যু বেড়েছে। একদিনে বাংলায় করোনায় ১৪৪ জনের মৃত্যু হয়েছে। যা শুক্রবার ছিল ১৩৬। মৃত্যুর নিরিখেও রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে এই জেলায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। আর কলকাতায় মৃত্যু হয়েছে ৩০ জনের। উত্তর জেলাগুলিতেও বাড়ছে মৃত্যু। যা প্রশাসনের মাথাব্যথার অন্যতম কারণ। 

এদিন বাংলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ১৩৭ জন। এত অন্ধকারের মধ্যেও রাজ্য প্রশাসনকে স্বস্তি দিচ্ছে কোভিড যোদ্ধাদের লড়াই। তাঁদের হাতযশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৯ হাজার ২১১ জন। 

যা দৈনিক সংক্রমিতের চেয়ে সামান্য কম। ফলে এদিন এ রাজ্যের মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লক্ষ ৬৯ হাজার ২২৮ জন। চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৯৪৮ জন। এই মুহূর্তে রাজ্যে করোনায় সুস্থতার হার ৮৬.৯৮ শতাংশ।

এস এস