ন্যাভিগেশন মেনু

করোনার ভ্যাকসিনের পরীক্ষা শুরু অস্ট্রেলিয়ায়


অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং মার্কিন কোম্পানি ইনোভিও ফার্মাসিউটিক্যালের সহায়তায় করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করা হয়েছে। ইতোমধ্যে দুটি ভ্যাকসিন নিয়ে পরীক্ষাও শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা।

ভ্যাকসিন ‍দুটির কার্যক্ষমতা এবং মানুষের শরীরে প্রবেশ করানো যাবে কি-না সেই দিকটি যাচাই করে দেখবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ইতোমধ্যে প্রাণীদের দেহে এই ভ্যাকসিনগুলোর পরীক্ষা চালানোর জন্য অনুমতি প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে মার্চে যুক্তরাষ্ট্রে সরাসরি মানুষের দেহে করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা চালানো হয়েছে। তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা।

এমআইআর/এডিবি

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন