ন্যাভিগেশন মেনু

করোনার মধ্যেও ধান বিক্রি করে ভালো দাম পাচ্ছে কৃষকরা: কৃষিমন্ত্রী


হাওর অঞ্চলের শতভাগ ও সারাদেশে ৪৮ ভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে। করোনার প্রাদুর্ভাবের মধ্যেও ধান বিক্রি করে ভালো দাম পাচ্ছে কৃষকরা, জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে অনলাইন প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘হাওরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভেজা ধান ৬৫০ টাকা থেকে ৭৫০ টাকা ও শুকনা ধান ৭৫০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ বছর ২০ লাখ ২৫ হাজার টন খাদ্য শস্য সরাসবি কৃষকদের কাছ থেকে কেনা হচ্ছে বলেও জানান তিনি।’

তিনি বলেন, ‘করোনা প্রাদুর্ভাবের কারণে কৃষকদের জন্য সরকার কৃষিখাতে মাত্র ৪ শতাংশ সুদে ১৯ হাজার ৫শ’ টাকা বিশেষ ঋণ প্রণোদনা দিচ্ছে। ফলন ভালো হওয়ায় ধানের সার্বিক উৎপাদন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে চাল রফতানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বস্থ করেন মন্ত্রী।’

এমআইআর/ এডিবি