ন্যাভিগেশন মেনু

করোনায় অসহায় মানুষের পাশে ‘পেনি ফর মেনি’


বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন সংকটাপন্ন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

করোনা সংকট চলাকালে ও সংকট–পরবর্তী সময়ে অসহায়, দুস্থ মানুষকে প্রয়োজনীয় সহায়তা দিতে মানুষের পাশে দাঁড়িয়েছে ‘পেনি ফর মেনি’ নামের একটি সংগঠন ।

অসহায় মানুষের প্রতি ভালোবাসা এবং একান্ত ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে এ উদ্যোগটি নিয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি জিসান রেহমান ও সাধারন সম্পাদক আবদুল্লাহ আল ফাযসাল। 

‘পেনি ফর মেনি’ এর উদ্যোগে বিশেষ করে চলতি বছর পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রত্যেক দিন প্রায় ৫০০ লোকের ইফতারের আয়োজন করা হয়। 

ঢাকার বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায়দের মাঝে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ বিতরণ করা হয়। এছাড়া রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় প্রায় ১৫০০ সুবিধাবঞ্চিত অসহায়, দরিদ্র পরিবারের মাঝে কোরবানী ঈদের মাংস বিতরণ করা হয়েছে।

এছাড়াও গত বছর ঢাকায় ও ঢাকার বাইরে প্রায় ১৫০০ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ সেলাই মেশিন, ভ্যান গাড়ী ও নগদ অর্থ বিতরন করা হয়। সংগঠনটির মিরপুরে একটি স্কুল ও ফার্মগেটে একটি মাদরাসায় প্রায় ৪০০ সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে লেখাপড়া ও খাবারের ব্যবস্থা করে আসছে ।

 এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জিসান রেহমান জানান, দেশের আপামর প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোর ভাবনা থেকেই এমন একটি পদক্ষেপ নেওয়ার কথা মাথায় আসে। সামাজিক অঙ্গনে সম্পৃক্ত থাকার সুবাধে বিভিন্ন সময়ে দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। মানুষের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ এবং ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে এই প্রচেষ্টা।’

সংগঠনের সাধারন সম্পাদক আবদুল্লাহ আল ফাযসাল বলেন, ‘করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্ব।

এ প্রতিষ্ঠানের সূচনালগ্ন থেকে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উদ্যোক্ত, ফ্যাশন ডিজাইনার ও ইউনেস্কো আর্টিস্ট ফর পিচ ‘বিবি রাসেল’। এ প্রতিষ্ঠানের কার্যক্রম বিষয়ে তিনি বলেন, ‘সামাজিক দায়িত্ববোধ থেকে করোনার এই সংকটকালে জনগণের জন্য কিছু করার ভাবনা থেকেই ‘পেনি ফর মেনি’ এর সঙ্গে আছি। যেকোনো যুদ্ধ চলমান অবস্থায় এবং যুদ্ধ–পরবর্তী সংকট সামলানো অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে। করোনা–যুদ্ধের ক্ষতি পুষিয়ে উঠতে সরকারিভাবে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলেও বেসরকারি খাতকেও এ সময় এগিয়ে আসা উচিত বলে মনে করি।’

‘পেনি ফর মেনি’ নামে ২০১৯ সালের নভেম্বর থেকে যাত্রা শুরু করা এই সংগঠন আগ্রহীদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে তা সমাজের অসহায় ও ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে দেশ–বিদেশে ছড়িয়ে থাকা প্রত্যেক আগ্রহী মানবিক ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারবে। ইতোমধ্যে ‘পেনি ফর মেনি’সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে রোটারী ক্লাব অব ঢাকা মহানগর।

আগ্রহীরা সরাসরি ওয়েবসাইটে গিয়ে ডোনেট অপশনটিতে ক্লিক করে কার্ড বা মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস ব্যবহার করে অনুদান দিতে পারবেন। নগদ অর্থ ব্যতীত অন্যান্য পণ্যসামগ্রী, যেমন: খাদ্যদ্রব্য, সুরক্ষা সরঞ্জাম, স্যানিটাইজার ইত্যাদি অনুদান হিসেবে দিতে চাইলে www.pennyformanybd.org ভিজিট করে যোগাযোগ করতে পারবেন।

ওআ/