ন্যাভিগেশন মেনু

করোনায় অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত


করোনাভাইরাসের কারণে স্থগিত হয়েছে একের পর এক ক্রিকেট সিরিজ। তার ধারাবাহিকতায় স্থগিত হয়ে গেল বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছে।

দুটি ম্যাচই ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এখন ভবিষ্যতে ফাঁকা সময়ে এই সিরিজ আয়োজন নিয়ে কাজ করবে।

সফর স্থগিত করা নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এটা ঠিক যে খেলোয়াড় ও ক্রিকেট ভক্ত সবার জন্যই বিষয়টি হতাশার। কিন্তু করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী যে পরিস্থিতি এবং স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় বিসিবি এবং সিএ মনে করেছে এটিই সবচেয়ে সুবিবেচনাকর ও বাস্তবসম্মত সিদ্ধান্ত।’

নিজাম উদ্দিন আশা প্রকাশ করেন পরিস্থিতি দ্রুত উন্নতির, ‘আমরা আশা করি পরিস্থিতি দ্রুত উন্নতি হবে। আমরা অদূর ভবিষ্যতে সুবিধাজনক সময়ে এই সিরিজ আয়োজন করতে সক্ষম হব। সেই লক্ষ্যে সিএ’র সঙ্গে বিসিবি নিবিড় ভাবে কাজ করতে থাকবে।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টসও বলেন, ‘সফর স্থগিত করা দুঃখজনক। তবে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। তাদের খোলামেলা, বাস্তব ও দায়িত্বপূর্ণ আলোচনাই আমাদের ঐকমত্যে পৌঁছাতে সহায়তা করেছে।’

ওআ