ন্যাভিগেশন মেনু

করোনায় আক্রান্তের শরীরে মিলল আরও ৫ উপসর্গ


সারা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণে এরই মধ্যে দেখা দিচ্ছে নতুন নতুন উপসর্গ। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা জানিয়েছে করোনার সংক্রমণে নতুন উপসর্গগুলো হলো-  ডায়রিয়া, ঘ্রাণশক্তি চলে যাওয়া, খাবারের স্বাদ বুঝতে না পারা, চোখ গোলাপী হয়ে যাওয়া। শ্বাসকষ্ট না হলেও সর্দি-কাশি ও জ্বরের সঙ্গে এই উপসর্গগুলো দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

স্বাদ ও ঘ্রাণশক্তি কমে যাওয়া করোনাভাইরাসের নতুন উপসর্গ। এই উপসর্গ নিয়ে একাধিক করোনা আক্রান্ত রোগী ভর্তি হতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে।

হজমশক্তি হারানো করোনাভাইরাসের আরেকটি গুরুত্বপূর্ণ উপসর্গ। যার ফলে ডায়রিয়ার উপসর্গ দেখা দিচ্ছে আক্রান্তদের শরীরে। এতে শরীরে পানি কমে যাচ্ছে।

এছাড়া করোনায় আক্রান্তের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ উপসর্গ হলো চোখ গোলাপী হয়ে যাওয়া। তবে এই উপসর্গ খুব কম রোগীর শরীরেই দেখা দিয়েছে। ১ থেকে ৩ শতাংশ করোনা আক্রান্ত রোগীর চোখ গোলাপী হওয়ার প্রবণতা দেখা দিয়েছে। তার সঙ্গে চোখ ফুলে যাওয়ার মতো ঘটনাও ঘটছে।

তাই চিকিত্‍সকরা জানিয়েছেন, সর্দি-কাশি ও জ্বরের সঙ্গে যদি অন্য কোনো একটি উপসর্গও দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করান এবং চিকিৎসকের পরামর্শ নিন।

এমআইআর/এডিবি