ন্যাভিগেশন মেনু

করোনায় আক্রান্ত আ.লীগ নেতা আমিনুল হক শামীম


ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা মো. আমিনুল হক শামীম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি শংকর শাহা।

তিনি বলেন, বুধবার সকালে জ্বর ও গলা ব্যথা অনুভব করায় আমিনুল হক করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা দেন। পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর রাতেই তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

আমিনুল হক শামীম ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

ওয়াই এ/ওআ