ন্যাভিগেশন মেনু

করোনায় আক্রান্ত ইউক্রেনের প্রেসিডেন্ট


করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার (৯ নভেম্বর) এক ট্যুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জেলেনস্কি বলেছেন, ‘এমন কোনও সৌভাগ্যবান ব্যক্তি নেই যে কভিড-১৯ এর হুমকি থেকে মুক্ত। কোয়ারেন্টিনের সব পদক্ষেপের পরও আমি করোনায় আক্রান্ত হয়েছি।’

তিনি বলেছেন, ‘তার তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার মধ্যেই রয়েছে। আমি ভালো বোধ করছি। আমি সেলফ আইসোলেশনে আছি এবং কাজ অব্যাহত রাখবো।’

ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার দেশটিতে নতুন করে সাড়ে ৯ হাজারের বেশি মানুষের করোনা সনাক্ত হয়েছে।

এমআইআর/এডিবি