ন্যাভিগেশন মেনু

করোনায় আক্রান্ত মাশরাফি বিন মোর্ত্তজা


প্রাণঘাতী করোনা ভাইরাস (কভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

শনিবার (২০ জুন) নমুনা পরীক্ষার ফলাফলে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেন এমপি মাশরাফির ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানি।

তিনি জানান, ‘প্রথম নমুনা পরীক্ষায় এমপি মাশরাফি বিন মোর্ত্তাজা করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য আবার তার নমুনা দেয়া হবে।’

জানা গেছে, শরীরে জ্বর থাকায় বৃহস্পতিবার (১৮ জুন) করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মাশরাফি। ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা হয়। শুক্রবার (১৯ জুন) রিপোর্টে জানানো হয় তিনি করোনা পজেটিভ।

বর্তমানে মাশরাফি শারীরিকভাবে সুস্থ আছেন। হাসপাতালে ভর্তি না হয়ে আপাতত বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

এমআইআর/ ওআ