ন্যাভিগেশন মেনু

করোনায় আক্রান্ত রোনালদো


করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। পজিটিভ হওয়ার পর উয়েফা ন্যাশন্স লিগের পর্তুগাল স্কোয়াড থেকে সেল্ফ আইসোলেশনে চলে গেছেন রোনালদো।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পর্তুগালের ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে।

করোনায় আক্রান্ত হলেও রোনালদোর কোনো উপসর্গ নেই বলে জানিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। এছাড়া এ তারকা বর্তমানে আইসোলেশনে আছেন বলেও জানানো হয়েছে।

ন্যাশন্স লিগের ম্যাচে আগামী বৃহস্পতিবার সুইডেনের মুখোমুখি হওয়ার কথা রয়েছে পর্তুগালের।

এই খবরে বড় চিন্তায় পরে গেল জুভেন্টাসও। কারণ আর মাত্র ১৫ দিন পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে জুভেন্টাস। এদিকে ইতালির আইন বলছে, করোনায় আক্রান্ত রোনালদোকে ন্যূনতম ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ওআ/