ন্যাভিগেশন মেনু

করোনা আক্রান্ত সোহম চক্রবর্তী


করোনা আক্রান্ত টলিউড অভিনেতা তথা যুব তৃণমূলের কর্মকর্তা সোহম চক্রবর্তী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতেই সোহমকে ইএম বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে সোমবার তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, করোনার কিছু উপসর্গ থাকায় সোহম চক্রবর্তী টেস্ট করান। আর সেই টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। এরপরই হাসপাতালে ভর্তি হন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সোহমের অবস্থা স্থিতিশীল। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

অন্যদিকে, সোহমের স্ত্রী ও দুই সন্তানেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তারা কেউই আক্রান্ত নন।

২০১৬ সালের ভোটের আগে থেকেই তৃণমূলের হয়ে কাজ করা শুরু করেন সোহম। তৃণমূল কংগ্রেসের নেতা সোহম যুব তৃণমূলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে যুব তৃণমূলের হয়ে বাংলার নানা জেলায় গিয়ে সংগঠনের কাজ করেছেন সোহম। সেখান থেকেই সংক্রমণ ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

ওয়াই এ/ওআ