NAVIGATION MENU

করোনায় আর্থিক সংকট পুষিয়ে নিতে বেতন কাটার প্রস্তাবে রোনালদোদের সম্মতি


করোনাভাইরাসের থাবা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। স্থবির হয়ে গেছে বিশ্ব। থমকে আছে ক্রীড়াঙ্গনও। আর এই করোনাভাইরাসের হানায় খেলা বন্ধ থাকায় ফুটবল ক্লাবগুলোর আয়ে পড়েছে নেতিবাচক প্রভাব।

আর এই আর্থিক ক্ষতির ধাক্কা পুষিয়ে নিতে ইতালিয়ান সিরি আ’র বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস ৯ কোটি ইউরো বেতন কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে এই প্রস্তাবে সম্মতিও দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদোরা।

শনিবার (২৮ মার্চ) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জুভেন্টাস জানিয়েছেন, মূল স্কোয়াডের কোচ মাউরিজিও সারি ও সকল খেলোয়াড় বেতন কাটার প্রস্তাবে ক্লাবের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন।

এদিকে ৯ কোটি ইউরো কোচ ও খেলোয়াড়দের চলতি বছরের মার্চ, এপ্রিল, মে ও জুন মাসের বেতনের সমান। আর তাই এই সিদ্ধান্তের কারণে দলটির ২০১৯-২০ অর্থ-বছরের মোট ব্যয়ের ৯ কোটি ইউরো বেঁচে যাবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন সূচিতে চলতি মৌসুমের ম্যাচগুলো শুরু হলে আয়-ব্যয়ের হিসাব-নিকাশ মিলিয়ে পরবর্তীতে কোচ ও খেলোয়াড়দের ক্ষতিপূরণ দেওয়া হবে।

এর আগে একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে দুই জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। এছাড়া বার্সেলোনা খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে বেতন কমানো নিয়ে আলোচনা করছে।

ওয়াই এ/এডিবি

আরো পড়ুন: