ন্যাভিগেশন মেনু

জীবননগরে ব্যাংক ডাকাতি: অস্ত্র ও টাকাসহ গ্রেপ্তার ৪


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজারে সোনালী ব্যাংক শাখায় গত ১৫ নভেম্বর বেলা সোয়া ১টায় ফিল্মিস্টাইলে দুর্ধর্র্ষ ডাকাতির ঘটনায় ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডাকাতির ঘটনার দীর্ঘ এক মাস পর সোমবার (১৪ ডিসেম্বর ) দিবাগত মধ্যরাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা ৩টায় জেলা পুলিশের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে ডাকাত গ্রেপ্তারসহ লুট হওয়া টাকা উদ্ধারের বিষয়গুলো নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।

যশোর জেলার চৌগাছা উপজেলা শহর থেকে ডাকাতির মুল হোতা জীবননগর উপজেলার দেহাটি গ্রামের সাফাতুজ্জামান রাসেলকে (৩০) গ্রেপ্তার করে। পরে একই রাতে ডাকাত দলের অন্য সদস্য জীবননগর উপজেলার দেহাটি গ্রাম থেকে জাহাঙ্গীর শাহ্’র  ছেলে রফি (২৩), মফিজুল শাহ্’র ছেলে মাহফুজ আহম্মেদ আকাশ (১৯) এবং আখতারুজ্জামান বাচ্চুর ছেলে হৃদয়কে (২২) গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় ডাকাত দলের সদস্যদের স্বীকারোক্তি মোতাবেক ব্যাংক থেকে লুট হওয়া নগদ ৫ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করেছে এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি খেলনা পিস্তল, দুটি হেলমেট, দুটি চাপাতি, দুটি মোটরসাইকেল এবং পিপিই উদ্ধার করেছে পুলিশ।

প্রেস বিফিংয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার বলেন, চুয়াডাঙ্গায় ১৫ নভেম্বর বেলা সোয়া ১টার সময় একদল ডাকাত অস্ত্রের মুখে ব্যাংকের নিরাপত্তা প্রহরীসহ সবাইকে জিম্মি করে নগদ ৮ লাখ ৮২ হাজার ৯০০ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডাকাতদেরকে গ্রেপ্তারসহ লুট হওয়া টাকা উদ্ধারে অভিযানে নামে। ওই সময় থেকে পুলিশ সন্দেহভাজন বেশ কয়েকজনের উপর কড়া নজরদারি শুরু করে।

তিনি বলেন, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান নিশ্চিতকরাসহ তাদের কথোপকথন রেকর্ড করা হয়। কিন্তু তারা নির্দিষ্ট এক যায়গায় অবস্থান না করায় তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিলো না। এর এক পর্যায়ে গতকাল সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, ভারতীয় সনি টিভির সিরিয়াল ক্রাইম পেট্রোল দেখে এই চারজন ব্যাংক লুট করায় উদ্বুদ্ধ হয়। সে অনুযায়ী তারা প্রশিক্ষণ নেয়। পরিকল্পনা অনুযায়ী, অনলাইন মার্কেট প্লেস দারাজ থেকে খেলনা পিস্তল সংগ্রহ করে।

সিবি/এডিবি