NAVIGATION MENU

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড


করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে অস্বাভাবিক হারে। মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ হাজার ২৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১১২ জন। যা এখন পর্যন্ত একদিনে দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০হাজার ৪৯৭ জনে পৌঁছালো। দেশে এ পর্যন্ত করোনা সনাক্ত হয়েছে সাত লাখ ২৩ হাজার ২২১ জনের দেহে।

সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একইসময়ে ২৪ হাজার ১৫১ জনের নমুনা ৪ হাজার ২৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী সনাক্ত হয় গত বছরে ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাস আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

গত বছরের ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সিবি/এডিবি