NAVIGATION MENU

করোনায় গত ২৪ ঘণ্টায় ১০১ জনের মৃত্যু


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৯২২ জন।

এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৫৩ জনের এবং এ পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জন।

রবিবার (২৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৩০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৪৪৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৯২২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৪৫ হাজার ৫০১টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৪ জন, চট্টগ্রামে ২৩ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ৫ জন, বরিশালে ৭ জন, সিলেটে ৮ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহে ১ জন। তাদের মধ্যে ৫২ জন পুরুষ এবং ৪৯ জন নারী।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এমআইআর/এডিবি/