ন্যাভিগেশন মেনু

খুলনায় বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ


খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষ হতে অনলাইনে এ সভা  অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।

এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের পক্ষে অদম্য বাংলায় শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এছাড়া শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল ও বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা, সন্ধ্যায় শহিদ মিনার ও অদম্য বাংলা চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় গল্লামারী শহীদ স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খানের  নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার শহীদ বেদীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্প্যমাল্য অর্পণ করে।

এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করে।

এর আগে সকালে গল্লামারী স্মৃতিসৌধে খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এ কে এইচ / এস এ/এডিবি