ন্যাভিগেশন মেনু

চিনা সেনাদের আগ্রাসনে ফের অন্ধকারে দুই দেশের সম্পর্ক


ভারত-চিনের মধ্যকার প্রকৃত নিয়ন্ত্রণরেখা-সংলগ্ন পূর্ব লাদাখে চিনা সেনাদের আগ্রাসনের ফলে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক আবার অন্ধকারেই বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ভারতের বণিকসভা আয়োজিত একটি আলোচনাচক্রে এই মর্মে হতাশা প্রকাশ করলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

তিনি জানান, বহু যত্ন এবং অধ্যবসায়ের সঙ্গে এই সম্পর্ক একদিন জোড়া লাগানো হয়েছিলো। কিন্তু আবার তা নষ্ট হতে বসেছে।

প্রসঙ্গত, ক'দিন আগে রাশিয়া চিন-আমেরিকার সম্পর্কে ভারতের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছে। যা ভারতের পক্ষে বেশ অস্বস্তিকর। তবে ভারত অবশ্য প্রকাশ্যে চিন-বিরোধী কোনও আন্তর্জাতিক জোটের কথা বলেনি।

এস জয়শঙ্কর জানান, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অস্থিরতা তৈরি হয়েছে। কারণ চিন দ্বিপাক্ষিক সীমান্ত চুক্তি মানেনি। তারা সীমান্তে সেনা বাড়িয়েই চলেছে।

তার কথায়, এর ফলে চিন-প্রশ্নে ভারতের আবেগ ধাক্কা খাচ্ছে। যা অনেক সতর্কতা এবং যত্নের সঙ্গে ঠিক করা হয়েছিলো বলেই তিনি মন্তব্য করেন। সুত্র: ভয়েস অব আমেরিকা

এডিবি/