ন্যাভিগেশন মেনু

ইরানের সাংবাদিক রুহুল্লাহ জামের ফাঁসি কার্যকর


ইরানের ভিন্নমতাবলম্বী সাংবাদিক রুহুল্লাহ জামের ফাঁসি কার্যকর করা হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ২০১৭ সালে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালীন সহিংসতার জন্য অভিযুক্ত প্রমাণিত হওয়া তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তার বিরুদ্ধে এ বছরের শুরুতে 'বিশ্বকে কলুষিত' করার অভিযোগ আনা হয়। এটি ইরানের সবচেয়ে গুরুতর অপরাধের একটি বলে বিবেচনা করা হয়।

এর আগে মঙ্গলবার ইরান জানিয়েছে সুপ্রিম কোর্ট জামের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। রুহুল্লাহ জাম ২০১৯ সালে ফ্রান্সে গ্রেপ্তার হন। তার আমাদনিউজ ফিডের দশ লাখের বেশি অনুসারী ছিলো।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে 'প্রতিবিপ্লবী আমাদনিউজ নেটওয়ার্কের পরিচালককে আজ সকালে ফাঁসি দেওয়া হয়েছে।'

সাংবাদিক রুহুল্লাহ জামকের ফাঁসি কার্যকর করায় ফ্রান্স ও মানবাধিকার সংগঠনগুলি সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।

অন্যদিকে প্রেস অ্যাডভোকেসি গ্রুপ রিপোর্টার্স উইথআউট বর্ডার্স (আরএসএফ) এই ফাঁসির নিন্দা জানিয়ে এক ট্যুইটে ওই দলের পক্ষ থেকে লেখা হয়, 'আরএসএফ ইরানের বিচারের এই নতুন অপরাধে ক্ষোভ প্রকাশ করছে এবং মনে করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ এই ফাঁসির মূল পরিকল্পনাকারী।'

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তারা ইরানের এই পদক্ষেপে 'হতবাক এবং আতঙ্কিত।'

সংগঠনটি বলছে, রুহুল্লাহ জাম 'অন্যায্য বিচারের' শিকার হয়েছেন, কারণ তার বিচার করা হয়েছে 'জোর করে আদায় করা স্বীকারোক্তির' ভিত্তিতে।

এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, 'আমরা জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য দেশ এবং ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে রাজনৈতিক নির্যাতনের হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ডের ক্রমবর্ধমান ব্যবহার বন্ধ করার জন্য ইরানের কর্তৃপক্ষের ওপর চাপ দেওয়ার জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছি। একজন সংস্কারপন্থী শিয়া ধর্মীয় আলেমের পুত্র জাম ইরান থেকে পালিয়ে ফ্রান্সে আশ্রয় নেয়।

ইরানের ইসলামিক রেভুলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) এর আগে বলেছিল, তারা 'আধুনিক গোয়েন্দা তথ্য এবং উদ্ভাবনী কৌশল' প্রয়োগ করে রুহুলাহ জামকে আটক করে। আইআরজিসি অভিযোগ করে, রুহুল্লাহ জামকে পরিচালনা করতো ফ্রান্স, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থাগুলো।

বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস এপি'র মতে, রুহুল্লাহ জাম পরে টেলিভিশনে হাজির হয়ে তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছিলেন। সুত্র: বিবিসি, সিএনএন

এডিবি/