ন্যাভিগেশন মেনু

করোনায় দিনমজুরি মানুষের পাশে ডাকসু সদস্য সৈকত


বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দেশে করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হয়েছে ৩৯ জন ও মারা গেছেন ৫ জন।

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ইতোমধ্যে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তাছাড়া, সারাদেশে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সবধরনের গণপরিবহন, যাত্রীবাহী নৌযানসহ লোকাল ও মেইল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে।

শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। কিন্তু এতে বিপদে পড়ে গেছেন দিনমজুর, শ্রমিক, রিকশাচালকরা। রাস্তায় মানুষ না থাকায় রিকশাচালকরাও যাত্রী পাচ্ছেন না।

আয় না হলে তাদের সংসার চলবে কীভাবে? করোনার বদলে তারা তো অনাহারেই মারা যাবে।

দিনমজুরদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য তানভীর হাসান সৈকত।

মঙ্গলবার (২৪ মার্চ) থেকেই তিনি প্রতিদিন ৫০ জন শ্রমজীবী মানুষকে খাদ্য সহযোগীতা করে যাচ্ছেন।

সৈকত বলেন, ‘দেশের এ ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একজন ছাত্রনেতা হিসেবে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো আমি কর্তব্য মনে করছি। কেউ যদি এটিকে শো-অফ মনে করে করুক। দেশের এই ক্লান্তিতে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি।’

তিনি বলেন, ‘দয়াকরে শো-অফের জন্য হলেও মানুষের পাশে দাঁড়ান, তা নাহলে এই মানুষগুলো না খেয়ে মারা যাবে। এদের জীবনেরও মূল্য আছে।’

খাদ্য সহযোগিতার যোগান নিয়ে সৈকত বলেন, ‘আমার বন্ধুরা, দুই একটি সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফরাসহ অনেকেই আমাকে এ কাজে সহযোগিতা করছে। সবার সহযোগিতা নিয়েই আমি এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’

ওআ