ন্যাভিগেশন মেনু

করোনায় দেশে একদিনে ১৮ জনের মৃত্যু, বেড়েছে আক্রান্তের সংখ্যা


করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে ৮ হাজার ৬৪২ জনের মৃত্যু হলো।

একই সময়ে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছে আরও  ১ হাজার ৮৯৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হিসেবে সনাক্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ ৬৬ হাজার ৮৩৮ জন।

শুক্রবার (১৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬১৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১৯ হাজার ১৪১ জন।

সারাদেশে ২১৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৮টি, জিন-এক্সপার্ট ২৯টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৭২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৯৮৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯১৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ৬৮ হাজার ১১১টি।।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী সনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাস আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

গত বছরের ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

ওয়াই এ/ এডিবি