ন্যাভিগেশন মেনু

যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা অনুমোদন


যুক্তরাষ্ট্র ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনার টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ১৬ বছর বা তার বেশি বয়সীদের জন্য জরুরী ব্যবহারের জন্য ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে। স্বাস্থ্যসেবা কর্মী এবং নার্সিংহোমের বাসিন্দারা অগ্রাধিকার ভিত্তিতে প্রথম দফার ২.৯ মিলিয়ন ডোজ টিকা পাবেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, '২৪ ঘণ্টার মধ্যেই টিকা প্রয়োগ শুরু হবে।'

ট্যুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন, ফাইজার 'সুরক্ষার ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ডে উত্তীর্ণ হয়েছে'। এই ভ্যাকসিনটিকে 'ইতিহাসের অন্যতম বড় বৈজ্ঞানিক কৃতিত্ব' হিসাবে অভিহিত করেছেন।

করোনায়ভাইরাস আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত তিন লাখ ২ হাজার ৭৫০ জনের বেশি মানুষ মারা গেছে। সনাক্ত হয়েছে ১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৪৫৮ জন। সুস্থ হয়েছে ৯৫ লাখ ৭ হাজার ৪১৯ জন।

এর আগে বৃহস্পতিবার এফডিএ'র ২৩ সদস্যের একটি বিশেষ প্যানেল বৈঠক করে ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন জরুরি প্রয়োজনে ব্যবহারের সুপারিশ করে।

শুক্রবার ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন না দিলে এফডিএ প্রধান স্টিফেন হানকে পদ থেকে সরে যেতে বলে মার্কিন প্রশাসন। যদিও গণমাধ্যমে প্রকাশ হওয়া এই খবরকে সত্য নয় বলছেন এফডিএ প্রধান।

এডিবি/