NAVIGATION MENU

করোনায় প্রান হারালেন গার্দিওলার মা


প্রানঘাতী করোনায় আক্রান্ত হয়ে প্রান হারালেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার মা দোলোরস সালা কারি (৮২)।

সোমবার (৬ এপ্রিল) ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, গার্দিওলার সাবেক দুই ক্লাব বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখসহ আরও অনেক ক্লাব।

ট্যুইটারে ম্যানচেস্টার সিটির অফিশিয়াল অ্যাকাউন্টে এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলা হয়েছে, ‘খুব দুঃখের সঙ্গে ম্যানচেস্টার সিটি পরিবার জানাচ্ছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গার্দিওলার মা দোলোরস সালা কারি বার্সেলোনার মানরেসায় মারা গেছেন। পেপ, তার পরিবার ও বন্ধুদের জন্য সবচেয়ে কঠিন এই সময়ে ক্লাবের সঙ্গে জড়িত সবাই হৃদয়ের অন্তস্তল থেকে সমবেদনা জানাচ্ছে।’

এমআইআর/ এডিবি

আরো পড়ুন: