ন্যাভিগেশন মেনু

বান্দরবানে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৮ জন


বান্দরবান জেলায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। এ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ জন। 

বুধবার (৭ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

আক্রান্তদের মধ্যে বান্দরবান সদর উপজেলায় ৮ জন, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, আলীকদম উপজেলায় ৩ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৩ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, পার্বত্য জেলা বান্দরবানে এ পর্যন্ত ১ হাজার ১৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন পাঁচজন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৩১ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংশৈ প্রু মারমা জানিয়েছেন, নমুনা পরীক্ষা বেড়ে যাওয়ায় আক্রান্তের সংখ্যাও বাড়ছে। অনেক জায়গায় লোকজন স্বাস্থ্যবিধি মানছেন না। ফলে আক্রান্ত বাড়ছে। স্থানীয়ভাবে করোনার পরীক্ষা করতে পিসিআর ল‍্যাব ও জিন এক্সপার্ট মেশিন চালু করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে বান্দরবানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব সদস্যরা লকডাউন বাস্তবায়নে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। তবে বিভিন্ন বাজার ও এলাকায় লকডাউন উপেক্ষা করে লোকজনের সমাগম ক্রমাগত বাড়ছে। 

এসসি/এসএ/এডিবি/