ন্যাভিগেশন মেনু

করোনায় বিপর্যস্তদের মধ্যে যুক্তরাষ্ট্র যুবলীগের ত্রাণ বিতরণ


নিউইয়র্ক সিটির জ্যামাইকায় করোনায় বিপর্যস্ত প্রবাসীদের মধ্যে ৭২ ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্র যুবলীগের পক্ষ থেকে দ্বিতীয় দফায় ত্রাণ-সামগ্রি বিতরণ করা হলো।

শুক্রবার (১৯ জুন) এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’-এই মন্ত্রে উজ্জীবিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিলের পরামর্শে এসব খাদ্যদ্রব্য, মাস্ক, গ্লোভস এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হলো।

উল্লেখ্য, ১৭ জুন বুধবার একই কর্মসূচিতে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয় এই সিটির ব্রঙ্কসে দুর্দশাগ্রস্ত প্রবাসীদের মধ্যে। যুবলীগের এই কর্মসূচি সর্বস্তরের প্রবাসীদের মধ্যেই শুধু নয়, ভিনদেশী দু:স্থ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া জাগিয়েছে। 

উল্লেখ্য, রমজানে রোজাদারদের মধ্যে অনেকে খাদ্য-সামগ্রী বিতরণ করলেও ঈদের পর কাউকে দেখা যায়নি এমন কর্মকান্ডে। অথচ অভিবাসনের মর্যাদাহীন মানুষেরা এখনও অনেক কষ্টে দিনাতিপাত করছেন। কারণ, তারা বেকার ভাতার যোগ্য নন। দোকান-পাট বন্ধ থাকায় কাজও পাচ্ছেন না। 

বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার হিলসাইড এভিনিউতে (১৬৮ স্ট্রিট) যুবলীগের নেতা-কর্মীরা সামাজিক দূরত্ব যতটা সম্ভব বজায় রেখেই শতশত মানুষের মধ্যে দ্রব্য-সামগ্রী বিতরণ করেন। 

এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন যুবলীগের ত্রাণ-সামগ্রি বিতরণ কমিটির আহবায়ক রহিমুজ্জামান সুমন।

সদস্য-সচিব রিন্টু লাল দাস ও সেবুল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত এক আলোচনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মেজবাহ আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম, কেন্দ্রীয় নেতা শাখাওয়াত হোসেন চঞ্চল, যুক্তরাষ্ট্র যুবলীগের সিনিয়র নেতা আবু তাহের, মোশাহিদ চৌধুরী, নুরল ইসলাম মিলন এবং স্থানীয় কমিউনিটি লিডার ফখরুল ইসলাম দেলোয়ার।

অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসেন, ইফজাল চৌধুরী এবং হেলিম উদ্দীন, যুবলীগ নেতা রেজা আবদুল্লাহ (স্বপন), রবিউল ইসলাম কমিশনার, আল মামুন সরকার, মিজান চৌধুরী, মাহমুদুর রহমান, সেলিম রেজা, হুমায়ুন কবির এবং আ স ম খালেদুর রহমান সবুজ।

এডিবি/