ন্যাভিগেশন মেনু

করোনায় ভারতে আরও ৪ হাজারের বেশি মৃত্যু


ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আবারও ৪ হাজারের বেশি মৃত্যু হয়েছে। দেশটিতে মোট প্রাণহানি প্রায় পৌনে তিন লাখের কাছাকাছি।

সোমবার (১৭ মে) করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়। 

গত একদিনে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চার হাজার ১০৬ জন এবং করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৪১১ জন। 

এছাড়া করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন তিন লাখ ৭৮ হাজার ৭৪১ জন। ফলে, নতুন আক্রান্তের থেকে অনেক বেশি মানুষ সুস্থ হয়েছেন।

২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১১৭ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৪৭ জনের। 

অন্যদিকে, গেল সপ্তাহের তুলনায় সংক্রমণ শনাক্তের হার কমেছে ১৬ শতাংশ পর্যন্ত। মে মাসের ১০ থেকে ১৬ তারিখ পর্যন্ত ২৪ লাখ মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। মৃত্যু-সংক্রমণের দিক থেকে এখনও শীর্ষে মহারাষ্ট্র। 

রাজধানী নয়াদিল্লিতে লকডাউনের সময়সীমা বৃদ্ধি করায় কিছুটা লাগাম টানা গেছে করোনা বিস্তারের। 

সিবি/এডিবি/