ন্যাভিগেশন মেনু

করোনায় ভারতে ৭৪৭ চিকিৎসকের মৃত্যু


ভারতে করোনায় এখন পর্যন্ত ৭৪৭ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। মহামারির শুরুর পর থেকে রোগীদের চিকিৎসা দিতে গিয়ে এই চিকিৎসকদের মৃত্যু হয়।

সোমবার (২৬ এপ্রিল) দেশটির চিকিৎসকদের জাতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএমএর এক সদস্য বলেন, ভারতের ২৮টি রাজ্যের হাসপাতালগুলোর তথ্য নিয়ে এই বিজ্ঞপ্তি প্রস্তুত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এ পর্যন্ত সবচেয়ে বেশি চিকিৎসক মারা গেছেন তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে। তামিলনাড়ুতে মারা গেছেন ৮৯ জন এবং পশ্চিমবঙ্গে মারা গেছেন ৮০ জন।

এই দুই রাজ্য ছাড়া ভারতের আরও যেসব রাজ্যে চিকিৎসকদের উচ্চসংখ্যক মৃত্যু দেখা গেছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মহারাষ্ট্র (৭৪ জন), অন্ধ্র প্রদেশ (৭০ জন), উত্তর প্রদেশ (৬৬ জন), কর্ণাটক (৬৮ জন), গুজরাট (৬২ জন) ও বিহার (৪০ জন)।

এদিকে মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাজ্যে এ পর্যন্ত ১৭ হাজার ৯৭৫ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১১ হাজার ২৩৫ জন সরকারি হাসপাতালের কর্মী, বাকি ৬ হাজার ৭৪০ জন বেসরকারি হাসপাতালের।

সিবি/এডিবি/