ন্যাভিগেশন মেনু

করোনায় মধ্যবিত্ত পরিবারে পাশে ‘ইকো বিডি’


বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কভিড-১৯)। যার ফলে সারা দেশে চলছে অঘোষিত লকডাউন৷ এমন অবস্থায় ঘর থেকে বের হলেই বিপদ ৷

মধ্যবিত্ত পরিবারের সদস্যরা এ নিয়ে চড়ম বিপাকে। মুখ খুলে অসহায়ত্বের কথা বলতে পারে না কাউকে। নানা পারিপার্শ্বিক চাপ ও লোকলজ্জার ভয়ে তারা সেটা প্রকাশও করতে পারছে না।

এ দুর্দশার কথা চিন্তা করে এসব পরিবারের পাশে দাঁড়ায়িছে যুক্তরাষ্টের একটি সংস্থা ‘ইকো বিডি’ (ECHO BD)।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মোহাম্মাদপুর এলাকায় মধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রান বিতরন করেন সংস্থার সঙ্গে জড়িত দিগন্ত নামের একটি সংগঠন।

এ সময় ১০ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি তেল ও ৩ টি সাবান প্রতিটি মধ্যবিত্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়।

দিগন্ত সংগঠনের কর্মী শরিফ বলেন, ‘যুক্তরাষ্টের সংস্থা ‘ইকো বিডি’ থেকে আমাদের কাছে প্রায় ১০ লাখ টাকার বাজেটের ত্রাণ এসেছে আমরা পর্যায়ক্রমে ১০০০ থেকে ১২০০ মানুষের মাঝে এসব ত্রান বিতরন করব। সমাজের সকল বিত্তশালী ভাই বোনদের বলবো আসুন সবাই মিলে স্ব স্ব অবস্থান থেকে করোনার এই সংকটময় মুহুর্তে এসব মানুষদেরকে সাহায্য করে নিজের মানবিক দায়িত্ব পালন করি।’

তিনি আরও বলেন, ‘ইকো বিডি’র মূল উদ্দেশ্য হলো সমাজের একশ্রেণীর সম্মানিত ব্যক্তি যারা করোনাভাইরাসের জন্য কর্ম হারিয়ে বিপদগ্রস্থ অবস্থায় দিন কাটাচ্ছে তাদের মাঝে ত্রাণ বিতরণ করা। এসব মধ্যবিত্ত পরিবার আমদের সঙ্গে এই নাম্বারে (01768588541) যোগাযোগ করতে পারেন আমরা সাধ্যমত তাদের পাশে থাকবো।

ওআ / এডিবি