ন্যাভিগেশন মেনু

করোনায় মারা গেছেন অধ্যাপক ডা. শামসুজ্জামান


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের (এনআইএলএমআরসি) পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (২৪ এপ্রিল) সকাল ৭টায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আিইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেন, ‘তিনি করোনায় আক্রান্ত হয়ে গত ১২ এপ্রিল থেকে চিকিৎসাধীন ছিলেন।’

জানা যায়, এনআইএলএমআরসি-এ শেষ কর্মদিবসেই করোনায় আক্রান্ত হন অধ্যাপক ডা. শামসুজ্জামান। করোনা শনাক্ত হওয়ার পর একদিন বাসায় থাকার পর তাকে ভর্তি করানো হয় রাজধানীর শেখ রাসেল হাসপাতলে। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

এস এ/এডিবি/