ন্যাভিগেশন মেনু

করোনায় মারা গেছেন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তা


করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা (এও) রাশেদুল ইসলাম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঢামেক হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের উপ-পরিচালক আলাউদ্দিন আল আজাদ এই তথ্য নিশ্চিত করে জানান, ‘রাশেদুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ক্যান্সার ভালো হয়ে যাওয়ার পর তিনি গত ৩০ অক্টোবর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। উন্নত চিকিৎসার জন্য আট দিন আগে ঢামেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। দুই দিন আগে তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

পারিবারিক সূত্রে জানা গেছে, ‘তার স্ত্রী আরজিনা খাতুনও করোনা আক্রান্ত ছিলেন। তবে তিনি এখন সুস্থ হয়েছেন। তাদের একমাত্র ছেলে আদনান। রাশেদুলের বাড়ি দিনাজপুর জেলায়। তিনি ঢাকার মোহাম্মাদপুরে পরিবার নিয়ে থাকতেন।’

ওয়াই এ/এডিবি