ন্যাভিগেশন মেনু

করোনায় মারা গেলেন কবি শঙ্খ ঘোষ


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন  প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।  

বুধবার (২১ এপ্রিল) সকালে নিজ বাড়িতেই জীবনাবসান হয় বর্ষীয়ান ওই কবির।

এদিকে গত ২১ জানুয়ারি থেকে জ্বর ও পেটের সমস্যা দেখা দেয়। পরে ১৪ এপ্রিল বিকেলে রিপোর্ট এলে জানা যায়, তিনি করোনা সংক্রমিত হয়েছেন। তাই কোভিড সংক্রমণ ধরা পরার পর ঝুঁকি না নিয়ে বাড়িতেই নিভৃতবাসে ছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। একসময় তাকে  ভেন্টিলেটরে দেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কবি।

শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে অধ্যাপনাও করেছেন। বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। ২০১৬ সারে লাভ করেন ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান, জ্ঞানপীঠ পুরস্কার। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, উর্বশীর হাসি, ওকাম্পোর রবীন্দ্রনাথ ইত্যাদি।

শঙ্খ ঘোষের বাবা মনীন্দ্রকুমার ঘোষ এবং মা অমলা ঘোষ। তিনি বাংলাদেশের চাঁদপুরে জেলায় ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।তার পৈত্রিক বাড়ি বরিশাল জেলার বানারিপাড়া গ্রামে। শঙ্খ ঘোষ বড় হয়েছেন পাবনায়। বাবার কর্মস্থল হওয়ায় তিনি বেশ কয়েক বছর পাবনায় অবস্থান করেন এবং সেখানকার চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৫১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় কলা বিভাগে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

তিনি বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়সহ বহু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে অবসর নেন। ১৯৬০ সালে মার্কিন যুক্তরাস্ট্রে আইওয়া রাইটার্স ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়, শিমলাতে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব আডভান্স স্টাডিজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন।

এদিকে বর্ষীয়ান ওই কবির মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি শোকবার্তা বলেন, বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন, আমি গভীর শোকাহত এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানাই। রাষ্ট্রীয় সম্মানে তাকে বিদায় জানানো হবে। যদিও তিনি এসব পছন্দ করতেন না। তার করোনা শনাক্ত হয়েছিলো। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি যথাযথ ব্যবস্থা নিতে।

এস এ/ এডিবি/