ন্যাভিগেশন মেনু

করোনায় মারা গেলেন দিল্লি ক্যাপিট্যালসের সাবেক স্পিনার


ফের করোনায় কেড়ে নিল ক্রীড়া জগতের আর এক প্রাণ। ভারতের রাজস্থানের ৩৬ বছরের ক্রিকেটার বিবেক যাদব করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

ভারতীয় সংবাদমাধ্যমেকে  বিবেক যাদবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভারতের সাবেক ক্রিকেটার রোহিত ঝালানি। তিনি জানান, দুই বছর যাবত লিভার ক্যান্সারে ভুগছিলেন বিবেক যাদব। কেমোথেরাপির জন্য হাসপাতালে গেলে করোনা ধরা পড়ে তার। সেই ধকল সইতে না পেরে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

২০০৮ সালে রাজস্থানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বিবেকের। একই দলের হয়ে ২০১০-১১ মৌসুমে জেতেন রঞ্জি ট্রফির শিরোপা। পরে ২০১২ সালে ডাক পান দিল্লি ডেয়ারডেভিলস দলে। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

সবমিলিয়ে সংক্ষিপ্ত ক্রিকেট ক্যারিয়ারে ১৮ প্রথম শ্রেণি, ৮ লিস্ট ও ৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিবেক। যেখানে তার শিকার ছিল ৬৮টি উইকেট।

ওআ/