ন্যাভিগেশন মেনু

করোনায় মারা গেলেন সাংবাদিক তোফাজ্জল


টিকা নিয়েও করোনাভাইরাস আক্রান্ত হয়ে নরসিংদীর খবর-এর বার্তা সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন মারা গেছেন। গত ১৬ মার্চ তিনি করোনা পজিটিভ হয়েছিলেন।

মঙ্গলবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১২টায় নরসিংদী সদরের ভেলানগরের নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

নরসিংদী প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন নরসিংদীর স্থানীয় পত্রিকা নরসিংদীর খবর-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ ৩০ বছর। তাছাড়াও তিনি দৈনিক সামচার-এর নরসিংদী জেলা প্রতিনিধি ছিলেন। 

পরিবার সুত্র জানায়, দীর্ঘদিন ধরেই তিনি কিডনি জটিলতা, ডায়বেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সবশেষ গত ১৬ মার্চ তিনি করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েন। তার আগে তিনি ফেব্রুয়ারির ২৫ তারিখে করোনার টিকাও নিয়েছিলেন। টিকা নেওয়ার পর থেকেই জ্বরে আক্রান্ত হন তিনি। এরপর থেকে তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। 

সবশেষ মঙ্গলবার রাতে তিনি আকস্মিক শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব হলে তিনি মাটিতে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বুধবার (২৪ মার্চ) সকাল ১১টায় তরোয়া ইদগাহ ময়দানে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এডিবি/