NAVIGATION MENU

করোনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারিক আলী মারা গেছেন


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী। গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মুক্তিযুদ্ধ জাদুঘরের আরেক ট্রাস্টি ডা. সারওয়ার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত জিয়াউদ্দিন তারিক আলী চার-পাঁচদিন আগে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যুবরণ করেছেন।’

জিয়াউদ্দিন তারিক আলী রাজধানীর শেরেবাংলা নগরে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন দৃষ্টিনন্দন ভবনের সমন্বয়ক ছিলেন বলেও জানান তিনি।

ওআ/