ন্যাভিগেশন মেনু

পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে ইউপি সদস্য খুন


পাবনা সদর উপজেলার অনন্ত বাজার মোড়ে অটোরিকশা থেকে চাঁদা আদায় এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হয়েছেন বকুল শেখ (৪০) নামে এক ইউপি সদস্য। তাকে গুলি করে ও কুপিয়ে খুন করা হয়।

শুক্রবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বকুল শেখ পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

বকুলের বাবা দুলাল শেখ জানান, দীর্ঘদিন ধরে অনন্ত মোড়ে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার চাঁদা তোলেন এলাকার মোখলেস ও তার ছেলে রানা। এতে তীব্র যানজট দেখা দেওয়ায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কিছুদিন আগে ওই অটোরিকশা স্ট্যান্ড তুলে দেন বকুল।

এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যায়  মোখলেছ ও রানা দলবল নিয়ে বকুলকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছিম আহম্মেদ জানান, শহরের অনন্ত মোড়ে অটোরিকশা স্ট্যান্ডে চাঁদা আদায়কে কেন্দ্র করে মোখলেছ প্রামাণিক গ্রুপ এবং বকুল শেখ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মোখলেছ প্রামাণিক গ্রুপকে চাঁদা আদায় করতে বাধা দেয় বকুল মেম্বারের নেতৃত্বে একদল যুবক। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় মোখলেছ প্রামাণিকের লোকজন গুলি করলে ও ধারালো অস্ত্র দিয়ে কোপালে বকুল শেখ ঘটনাস্থলেই মারা যান।

এদিকে, বকুলের মৃত্যুর খবরে অনন্ত মোড় এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। অনন্ত বাজার এলাকায় দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এই ঘটনার এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করলে পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বিক্ষুব্ধরা পুলিশের ওপর ইট পাটকেল ছুড়লে, পুলিশ ধাওয়া দিয়ে মিছিল ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম সংবাদমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এডিবি/