NAVIGATION MENU

করোনায় স্থগিত ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা


করোনাভাইরাসের প্রাদূর্ভাবে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

রবিবার (২৬ এপ্রিল) এনটিআরসিএ’র পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার সদস্য (যুগ্ম-সচিব) এ বি এম শওকত ইকবাল শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়, করোনা ক্রান্তিকালে ২০২০ সালের ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরবর্তিতে পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

এদিকে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট আগামী ১৫ ও ১৬ মে সকাল ১০-১১টা পর্যন্ত এবং আগামী ৭ ও ৮ আগস্ট সকাল ৯টা-১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু করোনা সংক্রমণ প্রতিরোধে দেশের বর্তমান পরিস্থিতিতে তা স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বলেন, ‘ফেব্রুয়ারিতে লিখিত পরীক্ষার ফল দেওয়ার কথা ছিল কিন্তু করোনাভাইরাসের কারণে সেটি মার্চ পর্যন্ত পিছিনো হয়। কিন্তু মার্চে লকডাউন শুরু হলে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।‘

ওয়াই এ/ এডিবি