ন্যাভিগেশন মেনু

করোনায় হানিফ এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতার মৃত্যু


করোনাভাইরাস আক্রান্ত হয়ে হানিফ এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদিন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বুধবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জয়নাল আবেদিনের জীবনের শুরুটা ছিল বেশ কঠিন। আজকের এই অবস্থানে আসতে তাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। দেশের পরিবহন খাতে তার ব্যাপক অবদান। এলাকার মানুষ তাকে ডাকেন জয়নাল মহাজন নামে।

জয়নাল সাভারের আমিনবাজারের হিজলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম। বাবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকার সময় আমদানি রফতানির ব্যবসা করতেন। বিশেষ করে তিনি ধান-চাল ও চামড়ার সফল ব্যবসায়ী ছিলেন।

মাত্র একটি ট্রাক নিয়ে পথ চলা শুরু। পরবর্তীতে শুরু করেন কোচ ব্যবসা। গড়ে তোলেন পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠান ‌‘হানিফ এন্টারপ্রাইজ’। ছোট ছেলে হানিফের নামেই গড়ে তুলেছিলেন হানিফ এন্টারপ্রাইজ। তারপর আর পেছনে ফিরতে হয়নি। 

এরপর তিনি একে একে পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, ব্রিকস ম্যানুফ্যাকচারিং, কোল্ডস্টোরেজ, পানীয় ও প্রকাশনা ব্যবসা গড়ে তুলেছেন।

এডিবি/