ন্যাভিগেশন মেনু

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১০৮, শনাক্ত ৫৮৬৯


দেশের করোনা পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। যা বাংলাদেশে করােনা আক্রান্ত হয়ে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯৭৬ জনের।

একইসময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন। দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে হলো ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন।

শুক্রবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭৬ জন। এ নিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জন। সুস্থতার হার ৯০ দশমিক ৭৬ শতাংশ।

একইসময়ে সরকারি ও বেসরকারি ৫৫৪টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ৯৩ শতাংশ।

এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৬৪ লাখ ৬৩ হাজার ১১৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০৮ জনের মধ্যে খুলনায় ২৭ জন, ঢাকায় ২৫ জন, চট্টগ্রামে ২৩ জন, রাজশাহীতে ১৬ জন, সিলেটে ৩ জন, রংপুরে ১০ জন এবং ময়মনসিংহে ৪ জন। এদের মধ্যে ৭৫ জন পুরুষ এবং ৩৩ জন নারী। 

এর আগে, গত ১৯ এপ্রিল ১১২ জনের মৃত্যু হয়। ১৮ এপ্রিল ১০২ জন মারা যান। ১৬ ও ১৭ ও ২৫ এপ্রিল ১০১ জন মারা যান।

এমআইআর/এডিবি/