NAVIGATION MENU

করোনা আক্রান্তের খবর লুকিয়েছিলেন প্রিন্স উইলিয়াম


চলতি বছরের এপ্রিলে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছিলেন ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম। তবে এতদিন এখবর লুকিয়ে রেখেছিলেন তিনি।

সোমবার (২ নভেম্বর) রাজপ্রাসাদের সূত্রকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে কোভিড আক্রান্ত হন প্রিন্স উইলিয়াম (৩৮)। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন তার বাবা প্রিন্স চার্লসও। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি প্রিন্সের কার্যালয় ও বাসভবন কেনসিংটন প্যালেস।

প্রিন্সের মতে, ওই সময় আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিরাজমান ছিল এবং তিনি কাউকে চিন্তায় ফেলতে চাননি।

প্রতিবেদনে আরও বলা হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর নরফোকের আনমার হলের পারিবারিক বাসভবনে ছিলেন দ্য ডিউক অব ক্যামব্রিজ। এ সময় রাজপ্রাসাদের চিকিৎসকরা তার চিকিৎসায় নিয়োজিত ছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কথিত রয়েছে এপ্রিলে ১৪টি টেলিফোন ও ভিডিও কলে যোগাযোগ অব্যাহত রাখেন প্রিন্স উইলিয়াম।

এপ্রিলে করোনা টেস্টে ফলাফল পজিটিভ আসার পর হাসপাতালে ভর্তি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পরে তিনি সুস্থ হন।

সিবি/ওআ