NAVIGATION MENU

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সাবেক ইংলিশ ফুটবলার


প্রানঘাতী করোনায় আক্রান্ত হয়ে  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের সাবেক ফুটবলার নরম্যান হান্টার।

শুক্রবার (১০ এপ্রিল) ইংলিশ ক্লাবটি এক বিবৃতিতে ৭৬ বছর বয়সী এই ডিফেন্ডারের কভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানায়।

হান্টার ১৯৬৫ থেকে ১৯৭৪ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী স্কোয়াডের সদস্য ছিলেন তিনি।

ক্লাব ফুটবলে হান্টার ক্যারিয়ারের বেশিরভাগ সময় খেলেছেন লিডস ইউনাইটেডের হয়ে। ১৫ বছরের ক্যারিয়ারে তিনি খেলেছেন ৭২৬ ম্যাচ। জিতেছেন দুটি লিগ শিরোপা।

ওআ/ এডিবি