ন্যাভিগেশন মেনু

করোনা আতঙ্কে বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত


করোনাভাইরাস (কভিড-১৯) আতঙ্কে ভূগছে দুনিয়া। মহামারী আকার ধারণ করেছে করোনাভাইরাস। 

এ আতঙ্ক থেকে বাদ পড়েনি ক্রীড়াঙ্গনও। ইতোমধ্যে একাধিক ইভেন্ট বাতিল করা হয়েছে। অসংখ্য ম্যাচ স্থগিত করা হয়েছে।

এবার করোনা আতঙ্কে বাংলাদেশ সিরিজ স্থগিত করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতে সম্মতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যৌথ আলোচনায় সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে, আসন্ন ওয়ানডে ও টেস্ট ম্যাচটি এই মুহূর্তে করাচিতে অনুষ্ঠিত হচ্ছে না। ম্যাচ দুটি পরে কোনো তারিখে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, আগামী ২৯ মার্চ টাইগারদের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল।

ওআ /এডিবি

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন