ন্যাভিগেশন মেনু

করোনা আতঙ্কে বাতিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ


করোনাভাইরাস (কভিড-১৯) আতঙ্কে ভূগছে পুরো বিশ্ব। এ আতঙ্ক থেকে বাদ পড়েনি ক্রীড়া অঙ্গনও। সিডনির দর্শকশূন্য মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হলেও করোনা আতঙ্কে সিরিজের বাকি দুই ম্যাচ বালিত করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) নিজেদের সীমান্তে নিষেধাজ্ঞা জারি করেছে নিউজিল্যান্ড সরকার। মূলত; এই কারণেই বাতিল করা হয়েছে সিডনি ও হোবার্টে চ্যাপেল-হ্যাডলি সিরিজের বাকি দুই ওয়ানডে।

এছাড়া অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরতে যাওয়া নিউজিল্যান্ডের সব খেলোয়াড়কে বাধ্যতামূলক ১৪ দিনের স্বেচ্ছা আইসোলেশনে থাকতে হবে। শনিবার (১৪ মার্চ) অস্ট্রেলিয়ার স্থানিয় সময় সন্ধ্যায় দেশের উদ্দেশে ফ্লাইটে চড়বে কিউইরা।

এ বিষয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের আশা ভবিষ্যতে ওয়ানডে ও টি-টোয়েন্টির দুটি সিরিজই আবার আয়োজন করতে পারবেন তাঁরা।

তিন ওয়ানডে শেষে নিউজিল্যান্ডে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টির খেলার সূচি ছিল। ২৪ মার্চ থেকে সিরিজটি শুরু হওয়ার কথা থাকলেও সেটিও স্থগিত করা হয়েছে।

প্রথম ওয়ানডেতে মিচেল মার্শের অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচটি অস্ট্রেলিয়া জিতেছে ৭১ রানে।

এমআইআর/এডিবি