ন্যাভিগেশন মেনু

করোনা কেড়ে নিল ২৮ বছরের জাপানি সুমো কুস্তিগীরের প্রাণ


শক্তি আর কৌশলের সুচতুর মিশেলে সুমোর আখড়ায় বিপক্ষে বহুবার ধরাশায়ী করলেও মারণভাইরাস  করোনার কাছে হার মানলেন জাপানে ২৮ বছর বয়সী এক সুমো কুস্তিগীর। করোনার থাবায় এই প্রথম কোনও সুমো কুস্তিগীরের মৃত্যু হল। 

জাপান সুমো অ্যাসোসিয়েশনের তরফে বুধবার (১৩ মে) শোবুশির মৃত্যুর সংবাদ দেওয়া হয়। আসল নাম কিয়োতকা সুটাকে হলেও সুমোর আখড়ায় শোবুশি নামেই সমাদৃত ছিলেন।

জাপানের গণমাধ্যম কিয়োডো নিউজ জানিয়েছে, গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন তিনি। খুব দ্রুত তার শরীরের অবস্থা অত্যন্ত খারাপ হতে থাকে এবং ৯ দিন পর তাকে ইন্টেন্সিভ কেয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানেই করোনার সঙ্গে এক মাস লড়াই করে মৃত্যু করেন সুবোশি। 

তার মৃত্যুতে জেসএস চেয়ারম্যান হাক্কাকু বলেন, ‘আমি কেবল এটাই অনুমান করছি, এক মাসেরও বেশি সময় ধরে সে করোনার সঙ্গে লড়াই করেছে। মৃত্যুর আগ পযর্ন্ত কুস্তিগীরের মতো সাহসিকতার সঙ্গে লড়াই করে সে মৃত্যু বরণ করেছে। আমি কেবল চাই, সে শান্তিতে বিশ্রাম নিক।’

জাপানে করোনায় মৃত্যুহার বিশ্বের অনেক দেশের তুলনায় কম। এ পর্যন্ত ৬৭৮ জন মারা গিয়েছেন। বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত ১৬,০৪৯ জন।

ওআ