ন্যাভিগেশন মেনু

করোনার মারাত্মক ঝুঁকিতে স্থূলকায় তরুণরা


করোনাভাইরাসের কারণে গোটা বিশ্ব এখন থমথমে। করোনাভাইরাস সত্যিই ভয়ানক। অল্পবয়সীরাও আক্রান্ত হচ্ছে। মোটা মানুষের মধ্যে করোনা সংক্রমণের সম্ভাবনা অনেকটাই বেশি। অন্তত সংক্রমণের ইতিহাস সেকথাই বলছে।

এছাড়া স্থূলতা বর্তমান বিশ্বে অন্যতম সমস্যার একটি। বাড়তি ওজন মানে শরীরে রোগ-ব্যাধি বাসা বাঁধার ভয়ও বেশি। কারণ মোটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা আর পাঁচটা সাধারণ মানুষের তুলনায় অনেকটাই কম হয়। যাদের অতিরিক্ত শারীরিক ওজন, তাদের অত্যন্ত সচেতন থাকা দরকার এ সময়ে।

এদিকে চিকিৎসকরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনা রোগীদের কেস রেকর্ড ফরমে উচ্চতা, ওজন এবং স্থূলতার বিষয়টি অন্তর্ভুক্ত করতে পরামর্শ দিয়েছেন।

স্থূলকা বা মোটা মানুষদের করোনা ঝুঁকির গবেষণাপত্র কারেন্ট সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে।

সম্প্রতি যুক্তরাজ্যের এনএইচএস জনস্বাস্থ্যের সতর্কতা জারি করে বলেছিলেন, করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থদের মধ্যে বেশিরভাগ রোগীদেরই ওজন বেশি ছিল। এছাড়া স্থূলতার সমস্যায় ভুগছিলেন।

এতে আরও জানিয়েছিল যে, ২ হাজার ২০৪ জন করোনায় আক্রান্ত রোগীর মধ্যে ২৮৬ জনকে এনএইচএস এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিতে হয়েছে। তাদের মধ্যে ৭৩ শতাংশেরই বেশি ওজন ও স্থূলতার সমস্যা রয়েছে।

এছাড়া ফ্রান্সের একটি গবেষণায় দেখা গেছে, করোনায় আক্রান্ত হয়ে ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস দেয়া মানুষদের মধ্যে আনুপাতিক হারে স্থূলকায় মানুষের সংখ্যা অনেক বেশি।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি মোটা হলে ঝুঁকি বেশি থাকে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রধান মহামারি বিশেষজ্ঞ জন ফ্রান্সিস ডেলফ্রাইসি।

তিনি আরও বলেন, ফ্রান্সের ২৫ শতাংশ মানুষ করোনা আক্রান্তের ঝুঁকিতে আছেন কেবল বয়স এবং শারীরিক পরিস্থিতির কারণে। এক্ষেত্রে ওজন বেশী বা স্থূলতা বড় সমস্যা।

এদিকে নিউইয়র্কের হাসপাতালে চার হাজার করোনা রোগীর তথ্য বিশ্লেষণ করে স্থূলতাক ঝুঁকির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ওই গবেষণাপত্রের অন্যতম লেখক ও মেঙ্গালোরের ডিমেড ইউনিভার্সিটির মেডিসিনের অধ্যাপক এবং পুষ্টি অধ্যয়ন বিভাগের প্রধান ডা. আনুরাগ ভার্গব উল্লেখ করেছেন, করোনা মহামারিতে বেশী ওজনের মানুষ বা স্থূলতা মৃত্যু ঝুঁকির কারণ।

ভারতের জনস্বাস্থ্য ফাউন্ডেশনের ডা. শ্রীনাথ রেড্ডি বলেন, স্থূলত্ব করোনায় মারাত্মক হতে পারে। কারণ উচ্চ মাত্রার প্রোটিন স্থূলতার ক্ষেত্রে প্রদাহকে সমর্থন করে। আর করোনাভাইরাসের প্রক্রিয়াও এটি। যাকে সাইটোকাইনস বলে।

ডা. রেড্ডি ব্যাখ্যা করছিলেন যে, উভয় ধরনের স্থূলত্ব ফুসফুসের ক্ষমতাকে হ্রাস করে এবং যান্ত্রিক সীমাবদ্ধতার কারণ ঘটায়। আর করোনাভাইরাসও ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে। এই কারণে যারা মোটা, ওজন বেশী তারা করোনায় আক্রান্ত হলে ঝুঁকি বেশি।

ওয়াই এ/ এডিবি