ন্যাভিগেশন মেনু

করোনা চিকিৎসায় মাত্র ৩৭ দিনে ভেন্টিলেটর তৈরি করলো নাসা


গুরুতর কভিড-১৯ রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ চিকিৎসা উপকরণ ভেন্টিলেটর। করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য হাইপ্রেশার ভেন্টিলেটর তৈরি করলো আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মাত্র ৩৭ দিনেই এই আধুনিক ভেন্টিলেটর তৈরি করে ফেলেছে সংস্থাটি।

বুধবার (২৯ এপ্রলি) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই নাসার তৈরি ভেন্টিলেটর কভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় ব্যবহারও শুরু করে দিয়েছে মার্কিন প্রশাসন। তাতে সাফল্যও মিলছে।

এই বিষয়ে নাসার ‘জেট প্রোপালশন ল্যাবরেটরি’র ডিরেক্টর মাইকেল ওয়াটকিন্স বলেন, ‘যেহেতু আমরা মহাকাশ যান নির্মাণ করি, তাই আমরা চিকিৎসা সরঞ্জাম সাধারণত তৈরি করি না। তবে উন্নত ইঞ্জিনিয়ারিং দক্ষতা ও ক্রমাগত পরীক্ষা-নিরীক্ষা করার ফলে আমরা এটি তৈরিতে সক্ষম হয়েছি। দেশের বিপর্যয়ের দিনে তাদের পাশে দাঁড়ানো যে কতখানি গুরুত্বপূর্ণ তা আমাদের ইঞ্জিনিয়াররা উপলব্ধি করেছেন। এছাড়া এটিকে নিজেদের কর্তব্য মনে করে এগিয়ে এসেছেন তারা।’

চলতি সপ্তাহে নিউইয়র্কের স্কুল অব মেডিসিনে নাসার ভেন্টিলেটর পরীক্ষামূলক ব্যবহার করেন চিকিৎসকেরা। আক্রান্তদের প্রাণ সংশয় ঠেকাতে চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত প্রথাগত ভেন্টিলেটরের সঙ্গে টেক্কা দিচ্ছে নাসার ভেন্টিলেটরগুলো।

ওআ/ এডিবি