ন্যাভিগেশন মেনু

করোনা প্রতিরোধে এনআরবিসি ব্যাংকের আরও ২ কোটি টাকার অনুদান


মহামারি নভেল করোনাভাইরাস মোকাবেলায় এনআরবিসি ব্যাংক আরও ২ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে।

বুধবার (২৫ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ব্যক্তিগত উদ্যোগে ১ কোটি টাকা ও ব্যাংকের সিএসআর ফান্ড থেকে ১ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান এনআরবিসি ব্যাংক এর চেয়ারম্যান তমাল পারভেজ।

অনুদানের অর্থ ব্যাংকের করোনাভাইরাস (কভিড-১৯) ফান্ড ম্যানেজম্যান্ট অ্যাকাউন্টে সংরক্ষিত হবে যা দেশের জরুরি অবস্থায় জনসেবায় নিয়েজিত স্বেচ্ছাসেবক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করা হবে।

এর আগে ২ কোটি টাকার অনুদানের ঘোষণা দেয় ব্যাংকটি।

ওআ/এডিবি