ন্যাভিগেশন মেনু

করোনা শনাক্তে মোবাইল অ্যাপ


বিশ্বজুড়ে করোনাভাইরাসের কোন ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় বিপদ যেন আরও বেড়েই চলেছে। তবে এমন পরিস্থিতিতে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করার একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে ইসরায়েল সরকার।

ইসরাইলি এনজিও স্টার্ট-আপ ন্যাশন সেন্ট্রাল এর তৈরি হিব্রু ভাষায় ‘হামাজেন’ এবং বাংলায় বললে ‘ঢাল’ নামে একটি অ্যাপ মার্চের শুরুতেই উদ্বোধন করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা আক্রান্ত ব্যক্তি যদি পাশে থাকে সেটি জানিয়ে দেবে এই অ্যাপ। 

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২২ মার্চ অনলাইনে ছাড়া পর এই অ্যাপটি ১৫ লাখের বেশি ইসরায়েলি নাগরিক স্বেচ্ছায় নিজের মুঠোফোনে চালু করেছে।

মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম সপ্তাহে ৫০ হাজার মানুষ নিজেরা কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে অবগত করেছেন।

তবে এ প্রযুক্তি ব্যবহারে কাউকে বাধ্য করা হলে তা অনৈতিক হবে বলে হুঁশিয়ার করছেন বিশেষজ্ঞরা।

অ্যাপ প্রসঙ্গে বলা হয়েছে, হামাজেন অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত ও অবস্থানগত ডেটা তাদের ফোনেই সীমাবদ্ধ থাকবে, অন্য কেউ তা পাবে না।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, ফোনে শুধু জিপিএস ডেটা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংরক্ষিত রোগীদের ডেটার সঙ্গে মিলিয়ে দেখা হবে। এরপর নিয়মিত ব্যবহারকারীকে বার্তা পাঠানো হবে। এদিকে করোনা আক্রান্ত রোগীর স্পর্শে আসার তথ্য মিললে কি করতে হবে তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি লিংক থেকে নির্দেশনা জানতে পারবেন অ্যাপ ব্যবহারকারী।

মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক মরিস ডর্ফম্যান জানিয়েছেন, বিশ্বের সকল দেশের সুবিদার্থে মন্ত্রণালয়ের উদ্যোগে ওপেন সোর্স টুলস ব্যবহার করে ডেভেলপাররা অ্যাপটি তৈরি করেছেন, যাতে যে কোনো দেশে কোনো খরচ ছাড়াই দ্রুত তা ব্যবহার করতে পারেন। এই অ্যাপটি ব্র্যাকগ্রাউন্ডে চলবে এবং যে কোনো সময় আনইন্সটল করা যাবে। 

এদিকে বিজ্ঞানীরা মনে করছেন প্রযুক্তির এই ব্যবহার করোনাভাইরাসের মহামারি ছড়ানো ঠেকাতে সহায়ক হবে।

এদিকে করোনা মোকাবেলায় সহযোগিতার জন্য ইতোমধ্যে অ্যাপটি নিতে জার্মানি, ইটালি, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও চিলি ইচ্ছা প্রকাশ করেছে।

ওয়াই এ/ এডিবি

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন