ন্যাভিগেশন মেনু

গাজীপুরের কাপাসিয়া-শ্রীপুর সড়কে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন


গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর এলাকায় কাপাসিয়া-শ্রীপুর সড়কসহ কমপক্ষে আড়াই হাজার বর্গফুট ভূমি বানার নদীতে ২০ ফুট দেবে গেছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত আনুমানিক ২টায় এ ঘটনা ঘটে। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

খবর পেয়ে কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো: আমানত হোসেন খান, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মো. আমানত হোসেন খান বলেন, শীতকালে পাশের শীতলক্ষ্যা নদীর পানি নেমে গেলে সাধারণত এ ঘটনা ঘটে থাকে। তবে কোনোবারই ভরা নদীতে এ ঘটনা ঘটেনি।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা জানান, এ নিয়ে ওই একই এলাকায় চারবার ভূমিধসের ঘটনা ঘটেছে। ঘটনার কথা শোনার পর ব্যবস্থা নেওয়ার জন্য গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে।

এ ব্যাপারে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: সাইফ উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, গত বছর ওই সড়কের সংস্কার কাজ শেষ হয়েছে। সংস্কারের পর ৬ মাস পর্যবেক্ষণও করা হয়েছে। এতে কোনো প্রকার ঝুঁকির আশঙ্কা পরিলক্ষিত হয়নি। কিন্তু কেন এমনটি হলো তা বোঝা যাচ্ছে না।

তিনি জানান, এর আগেও ১৯৬৪, ২০০৩ ও ২০১৮ সালে একই জায়গায় অনুরূপ ভূমিধসের ঘটনা ঘটে। ঘটনাস্থলের বর্ণনা বিশেষজ্ঞদের কাছে সচিত্র পাঠানো হয়েছে। মাটি পরীক্ষা করে দেখার ব্যবস্থা নেয়া হচ্ছে। তাদের মতামতের ভিত্তিতে প্রকৃত অবস্থা জানা যাবে। 

তিনি আরও জানান, সড়ক মেরামত করে মানুষের চলাচলের উপযোগী করে তোলার কাজ শুরু হয়েছে। আশা করা যায় শনিবারের মধ্যে রাস্তায় মানুষ চলাচল করতে পারবে।

এস এ /এডিবি